আত্ম দেব আমাদের সকলের সাথে থাকে আমাদের তনুর মধ্যে মানে শরীরের মধ্যে উনাকে বুজতে হলে জানতে হলে চাবির দরকার হয় / সেই চাবি থাকে সেই রুপ সদ গুরুর কাছে যিনি তার শিষ্যকে তাঁর ক্রিয়া শক্তির ক্ষমতার বলে সেই শক্তি প্রদান করে যাতে শিষ্য সঠিক পথে বলিয়ান হয়ে সঠিক পথে, সঠিক ভাবে, ক্রিয়ার মধ্যমে আত্ম দেবের শরনাপন্ন হয়ে ,আত্ম জ্ঞান হীন হয়ে -লোভ, কাম, মোহ, বাসনা, মিথ্যেকে বাদ দিতে পারলেই আত্ম দেবের অনুভব ও আত্মদেবের দর্শন লাভ করা সম্ভব / তবে তা কঠিন ও কঠিনতম কৃষ্ঠ সাধনার প্রয়োজন // জয়গুরু