মানুষের  পঞ্চ ইন্দ্রীয় – চক্ষু , কর্ন , নাসিকা , জিহ্বা , ত্বক মানুষের  পঞ্চ ইন্দ্রীয়ের  ১০ টি দ্বার হল – ২ টি – চোখ , ২টি – নাসিকার ছিদ্র , ২ টি – কর্ন ছিদ্র , ১টি  – মূত্রাশ্বয় ছিদ্র , ১টি – পায়ু ছিদ্র , ১টি -মুখ ছিদ্র , তকের লোম -ছিদ্র  .এই গুলো সকলের আছে ,এই গুলো মানুষ ব্যাবহার করার গুপ্ত কৌশল এক জন ক্রিয়াবিদ সদ গুরুর কাছেই থাকে, আপনার শরীর উপযুক্ত যদি হয় এবং গুরু যদি মনে করে ত হলে তার কৌশল গুরু শিক্ষিয়ে দেয় , পঞ্চ দ্বারকে রোধ করতে না জানলে ,সাধন – ভজনই হবে –যোগ ক্রিয়া আত্ম সাধনা হবেনা ,

সারাজীবন বেকার থাকতে হবে – এই কথার বলার কারন হল –  সময় থাকতে মূল্যায়ন করো নচেৎ সময় চলেযাবে – পরোলোক ( মৃত্যুর ) ঠিক আগে আপনাকে পরীক্ষা দিতে হবে ,আপনাকে পরম ব্রহ্ম জিগেস করবে

….. জন্মের পর তুমি আমার জন্য কি করেছিলে , যদি উত্তর দিতে না পারো তবে , তার জন্য তুমিই দায়ী , রোগে,ভোগে জজরিত হতে হবে , যতই বলো আমি ভালো মানুষ ছিলাম , সবাই যতোই বলুক ভালো মানুষ ছিলো –নরক যন্ত্রনা ভোগ করতে হবে ,আত্মদেব এই সময় সবশিক্ষিয়ে নেবে –অজ্ঞানে , তাই বলি –সাধন ভজন নই , ক্রিয়া সাধন –প্রানায়াম সাধন করতে করতে আত্মদেবের সরনাপন্ন হও

 এটি আমার আত্ম সাধনার ফল

                          জয় গুরু